Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে তিন শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তরুণ উদ্যোক্তা জহির রায়হানের বাগানের তিন শতাধিক ধরন্ত কলা গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়। এতে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে।
জহির রায়হান জানান, তিনি প্রায় ৫০ বিঘা জমিতে কলা বাগান, ১০ বিঘা জমির পুকুরে মাছ চাষ ও ৫বিঘা জমিতে পেঁপের বাগান করেন। ২০১৫ সালের নভেম্বরে বাৎসরিক ৮হাজার টাকা বিঘা হিসেবে রমজান মাতুব্বর পাড়ার মেজেক প্রামানিকের ৪বিঘা ও হবি মোল্যার ৪বিঘাসহ ৮বিঘা জমি লীজ নেন। এছাড়াও অন্যদের থেকে আরো জমিসহ মোট ২০ বিঘার কলা বাগান শুরু করেন। গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় মেজেক মোল্যার ৪বিঘা জমির বাগানের তিন শতাধিক ধরন্ত কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এই ৮বিঘা জমির জন্য তাকে বাৎসরিক ৬৪হাজার টাকা সনকরা দিতে হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের পশ্চিম দিকে বেশ কিছু গাছ মাঝামাঝি স্থান থেকে কাটা অবস্থায় পড়ে আছে। এরমধ্যে অনেক গাছের কলা ও থোর বের হয়ে আছে। জহির রায়হান বলেন, সম্প্রতি অতি বৃষ্টি ও বন্যায় অনেক গাছ দুর্বল হয়ে পড়ে। পানি নেমে যাওয়ায় গাছগুলো তরতাজা হয়ে উঠছিল। অধিকাংশ গাছে কলা ধরেছে ও থোর এসেছে। এমন সর্বনাশ না হলে অন্তত লক্ষাধিক টাকার কলা বিক্রি করা যেত। তার সাথে কারো ব্যক্তিগত কোন বিরোধ নেই বলে তিনি জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা মোঃ আবুল কালাম আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।