॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা’র নেতৃত্বে গতকাল ১২ই অক্টোবর সকাল সাড়ে ১১টায় শহরের গোদার বাজার পদ্মা নদীর ঘাট থেকে মা ইলিশ রক্ষা অভিযান অভিযান শুরু হয়ে মহেন্দ্রপুর-ধাওয়াপাড়া ঘুরে দৌলতদিয়ার যমুনা নদী পর্যন্ত পরিচালিত হয়ে রাত ৯টায় শেষ হয়।
অভিযানে ১০জন জেলেকে আটক করাসহ জব্দকৃত ৫০হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ২০ কেজি ইলিশ ২টি মাদ্রাসায় প্রদান করা হয়। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া, বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম ও কোর্ট ইন্সপেক্টর তারিক কামাল এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী উপস্থিত ছিলেন।
আটককৃত জেলেরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের গোলাম মওলার ছেলে গোলাম সাব্বির(৩০), হালিম চৌধুরীর ছেলে মনির চৌধুরী(২৫), নেকবর আলীর ছেলে সাগর হোসেন(২০), পাবনা জেলার বেড়া থানার ধারাই গ্রামের জব্বার সরদারের ছেলে আব্দুল খালেক(৩০), আজাহার প্রামানিকের ছেলে মাজেদ প্রামানিক(৩২), হাচেন মোল্লার ছেলে জব্বার মোল্লা(২০), কোমরপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে মোবারক মন্ডল(২০), ঢালার চর গ্রামের ইমান চৌধুরীর ছেলে হালিম চৌধুরী(৫০) ও সামছু মোল্লার ছেলে হযরত মোল্লা(২৪)। তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।