Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সিলিং কার্যক্রম বিষয়ে ওয়ার্কশপ

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে গতকাল ৯ই অক্টোবর সকাল সাড়ে ১০টায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(আই.এল.ও) পরিচালিত বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রোডাক্টভিটি(বি-সেপ) প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস(ইএসএস) এবং ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সিলিং(সিজিএন্ডসি) কার্যক্রমের বিষয়ে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌঃ নুর উদ্দিন আহমদের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল খালেক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও বিষয় ভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ইলেক্ট্রনিক বিভাগের চীফ ইন্সট্রাক্টর মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফার্ম মেশিনারী বিভাগের চীফ ইন্সট্রাক্টর সমর কান্তি হালদার। এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিগণ, সাংবাদিকগণ, টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর ও ইন্সট্রাক্টরগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রোডাক্টভিটি(বি-সেপ) প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস(ইএসএস) এবং ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সিলিং(সিজিএন্ডসি) কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আজকে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ রাজবাড়ী জেলার মতো একটি ছোট্ট জেলায় তাদের টেকনিক্যাল বিষয়ে লেখাপড়া করা শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সেটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। যার মাধ্যমে এই টেকনিক্যালের শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার পাশাপাশি উৎসাহিত হয়ে মনোযোগ দিয়ে তাদের লেখাপড়ার অধ্যায় সমাপ্ত করবে। কারণ এই প্রতিষ্ঠানের এই প্রকল্পের মাধ্যমে তাদের লেখাপড়া শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুধু দেশেই নয় এই, এই কার্যক্রমের মাধ্যমে বিদেশী প্রতিষ্ঠানগুলোও এখান থেকে প্রশিক্ষিত টেকনিক্যাল ডিগ্রীধারী জনশক্তি সংগ্রহ করতে পারবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরনের কার্যক্রমের আওতায় আনা উচিত।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(আই.এল.ও) পরিচালিত বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রোডাক্টভিটি (বি-সেপ) প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস (ইএসএস) এবং ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সিলিং (সিজিএন্ডসি) কার্যক্রম এমন একটি বিষয় যার মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ শেষে তাদের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দেশী-বিদেশী প্রতিষ্ঠানে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের একটি ওয়েবসাইট থাকবে, যেখানে এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করা সকল শিক্ষার্থীর বায়োডাটা থাকবে। বিভিন্ন কোম্পানী তাদের প্রয়োজনমতো লোকবল এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস (ইএসএস) এবং ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সিলিং(সিজিএন্ডসি) এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।