Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ১০জন জেলের বিভিন্ন মেয়াদী কারাদন্ড

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল ৯ই অক্টোবর সকালে সদর উপজেলার ধাওয়াপাড়া, জৌকুড়া, মাইছ্যাঘাটা ও গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় আটককৃত ১০জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের পাশাপাশি জব্দকৃত ৫০হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ৬০কেজি ইলিশ বিভিন্ন মাদ্রাসায় প্রদান করা হয়।
দন্ডিত জেলেরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের সালাম মোল্লার ছেলে জিয়া মোল্লা(৩৫), কাছেম মন্ডলের ছেলে শফিকুল মন্ডল(৩০), দুলাল মন্ডলের ছেলে মাহাম মন্ডল(৩৫), পাঁচু মোল্লার ছেলে জহির মোল্লা(৪০), পতু শেখের ছেলে আবু বকর শেখ(৩৫), মহির উদ্দিন মোল্লার ছেলে ফজলু মোল্লা(৩৬), মৃতঃ আক্কেল উদ্দিন শেখের ছেলে লিটন শেখ(৩৫), পাবনা জেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের কোরবান আলী মৃধার ছেলে আল-আমিন মৃধা(১৯), ইউসুব মৃধার ছেলে রেজাউল মৃধা(৩০) ও আব্দুল হাকিম মৃধার ছেলে ইউসুব মৃধা(৬০)। তাদের মধ্যে প্রথম ৪জনকে ৭দিনের এবং বাকী ৬জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম তাদেরকে এই কারাদন্ড প্রদান করেন। অভিযানের সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এবং রাজবাড়ী ২৪ আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার মোঃ নজরুল ইসলামসহ একদল আনসার সদস্য উপস্থিত ছিলেন।