॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে আমেরিকার নিউইয়র্কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে গত ৮ই অক্টোবর স্থানীয় সময় বিকেল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউএসএ’র আহ্বায়ক ড. মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব মুহাম্মদ আবিদুর রহমান। এ সময় রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউএসএ’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম তাকে সংবর্ধনা দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউএসএ’র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নসহ সার্বিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। নিজ এলাকার উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউএসএ’র আয়োজনে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিমকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান
