Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কসবামাজাইল স্কুলে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল ৮ই অক্টোবর সকালে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার শাহিনূর চৌধুরী, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী), কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে কসবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ, কসবামাজাইল ইউপি মেম্বার জয়নাল আবেদীন, কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পার্থ বিশ্বাস ও নবম শ্রেণির ছাত্রী মীম্মা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। কারণ আগামীতে সুন্দর দেশ গঠনে তাদের দায়িত্ব নিতে হবে। তাই এখন থেকেই সুন্দর জীবন গড়ার শপথ নিতে হবে। এ সময় উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের ডান হাত উচু করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে না ধ্বনি দিয়ে শপথবাক্য পাঠ করান তিনি।
বিশেষ অতিথি শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার শাহিনূর চৌধুরী পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানভিত্তিক বই পড়ার পরামর্শ প্রদান এবং মোবাইল ফোনের পর্ণোগ্রাফি থেকে ছাত্র-ছাত্রীদের দূরে থাকার গুরুত্বারোপ করেন।
তিনি বলেন এখন জীবন গড়ার সময়। জীবন গড়ার স্বপ্ন দেখতে হবে। জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জীবনের অগ্রগতি থেমে যাবে বলে উল্লেখ করেন তিনি।
অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিয়েকে সামাজিক ব্যাধি উল্লেখ করে এসবের কুফল বর্ণনা করেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানিয়ে ইভটিজিং বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উত্তর দেন তিনি।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। এটি বর্তমান সরকারের ব্যাপক সাফল্য। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে এলাকায় বিদ্যুৎ, ব্রিজ-কার্লভাট, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য উল্লেখ্য করে এমপি জিল্লুল হাকিমের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান বলেন, কসবামাজাইল ইউপিতে অনেক গুণীজনের জন্ম হয়েছে। সমৃদ্ধ এলাকা হিসেবে কসবামাজাইল ইউপির সুনাম আছে। মাদকমুক্ত পরিবেশে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভা উপস্থাপনা করেন কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি রায়। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কসবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজ ও কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করে কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের প্রশ্ন ও অতিথিবৃন্দের উত্তর প্রদানের মধ্য দিয়ে মতবিনিময় সভা প্রাণবন্ত হয়ে ওঠে।