Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরায় ৮জেলের জেল

॥মোখলেছুর রহমান॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ৮জন জেলের প্রত্যেককে ১মাস মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৭ই অক্টোবর বিকেলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম মহেন্দ্রপুর কাটাখালের মুখের পশ্চিম পাশে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু এবং মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানের সময় ৩০ কেজি ইলিশ মাছ, ২হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়।
দন্ডপ্রাপ্তরা জেলেরা হলো ঃ পাবনা জেলার আমিনপুর উপজেলার প্রনর্থ হাওলাদারের ছেলে অদ্যহিত কুমার(২২), ছোরাফ আলী খানের ছেলে রানা খান(২৫), তপাবন হাওলাদারের ছেলে পলাদ কুমার হাওলাদার(৩০) ও তপন হাওলাদারের ছেলে দিনবন্ধু হাওলাদার(৩৮), সুজানগরের মৃত মোনছের খানের ছেলে সিদ্দিক খান(৩৮), বাবুর আলী খানের ছেলে রুহুল আলী খান(৩৫), রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকার আঃ রশিদ শেখের ছেলে সোহেল রানা(৩০) ও একই এলাকার জয়নাল মন্ডলের ছেলে জামাল মন্ডল(৩২)।
অভিযান শেষে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত ২ হাজার মিটার জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ৩০ কেজি ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়।