॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুড়ীকান্দা গ্রামে গত ৪ঠা অক্টোবর সকালে যৌতুকের দাবীতে ডালিমন বেগম(২৪) নামের এক গৃহবধুকে মারপিট করে তার শরীরে গরম পানি ঢেলে গুরুতর জখম করেছে স্বামীর বাড়ীর লোকজন। মুমুর্ষ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, প্রায় ৭বছর পূর্বে ডালিমন বেগমের সাথে শামীম শেখের বিয়ে হয়। শিপা(৩) নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন ডালিমনের নিকট যৌতুক বাবদ ১লক্ষ টাকা দাবী করে আসছে। দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে তারা ডালিমনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। গত ৪ঠা অক্টোবর সকাল ৯টার দিকে স্বামী শামীম শেখ, ভাশুর সামছু শেখ, দেবর আমির শেখ ও শাশুড়ী রাহেলা বেগম যৌকুক বাবদ ১লক্ষ টাকা পিতার বাড়ী থেকে এনে দিতে বললে ডালিমন অস্বীকার করে। এতে ক্ষুদ্ধ হয়ে তারা ডালিমনকে লাঠি দিয়ে মারপিট করাসহ তার শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে ডালিমনের বুক থেকে শুরু করে তলপেট হয়ে পা পর্যন্ত মারাত্মকভাবে দগ্ধ হয়। ডালিমনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় গৃহবধু ডালিমন বেগমের বোন হালিমন বেগম(২৫) বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১০, তাং-০৫/১০/২০১৭ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১-ক/৩০)। মামলায় ডালিমন বেগমের স্বামী শামীম শেখ(৩০), ভাসুর সামছু শেখ(৪০), দেবর আমির শেখ(২৭) ও শাশুড়ী রাহেলা বেগম (৬০)কে আসামী করা হয়েছে।
এ ঘটনার পর থেকে তার স্বামীর বাড়ীর লোকজন পলাতক রয়েছে।