Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইউকে আ’লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত ৫ই অক্টোবর দুপুরে লন্ডনের একটি হোটেলে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম, ইউকে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক, যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং ইউকে আওয়ামী লীগের সদস্য রাজবাড়ীর কৃতি সন্তান মেহেদী হাসানসহ ইউকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ৭ই অক্টোবর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে   -মাতৃকণ্ঠ।