Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা অক্টোবর সকালে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘শিশু পেলে অধিকার-খুলবে নতুন বিশ্বদ্বার’।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে র‌্যালীতে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি নেফাজ উদ্দিনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীরা র‌্যালীতে অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আঃ কাদের শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, প্রতিটি শিশুর লেখাপড়ার উপর গুরুত্ব দিতে হবে। ঝরে পড়া শিশুরা দেশের উন্নয়ন-অগ্রযাত্রার বাঁধা। এ জন্য তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।