॥স্টাফ রিপোর্টার॥ বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মাহিম সাইকেল স্টোর নামক একটি দোকানে গত ২৮শে সেপ্টেম্বর দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা সার্টারের তালা ভেঙে ওই দোকান থেকে প্রায় ৫লক্ষ টাকার মালামাল চুরি কেের নিয়ে গেছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গত ২৯শে সেপ্টেম্বর রাতে ৬জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের হোসেন আলী প্রামানিকের ছেলে হারুন অর রশিদ প্রামানিক(৩২), বালিয়াকান্দি উপজেলার ডাঙ্গাহাতি মোহন গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে জাহাঙ্গীর শেখ(৫৫), একই গ্রামের মৃত সাগর শেখের ছেলে কালাম শেখ(৪৫), মধুখালী উপজেলার চর যাদবপুর গ্রামের মৃত রহমান শেখের ছেলে মঞ্জু শেখ(৪৫), বালিয়াকান্দি উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত অনিল সরকারের ছেলে মনা সরকার(৪৬) ও বাধুলী খালকুলা গ্রামের মৃত গহর শেখের ছেলে সোহরাব আলী শেখ(৫৫)।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নলিয়া গ্রামের মৃত আঃ খালেক বেপারীর ছেলে মকিদুল ইসলাম জানান, জামালাপুর বাজারের কলেজ রোড গলিতে তার মাহিম সাইকেল স্টোর নামক একটি দোকান রয়েছে। গত ২৮শে সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি দোকানটি তালাবদ্ধ করে বাড়ীতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গিয়ে দেখেন দোকানটির সার্টারের তালা ভাঙা। এরপর তিনি ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের মালামাল নেই।
তিনি জানান, অজ্ঞাত চোরেরা সার্টারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে অটো ভ্যানের চায়না মানুষ কোম্পানীর ১০ সেট ব্যাটারী, গোল্ডেন কোম্পানীর ৫ সেট ব্যাটারী, ২শত পিস গাজী টায়ার, সিরাজ কোম্পানীর ১০টি ভ্যানের রিং, মেঘনা কোম্পানীর ২০টি রিং, গোল্ডেন কোম্পানীর ১১ সেট মটর ও পুরাতন ভ্যানের ১০টি ব্যাটারীসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। যার মূল্য ৪লক্ষ ৯৮হাজার টাকা।
এ বিষয়ে তিনি বালিয়াকান্দি থানায় অজ্ঞাত আসামী করে ৩৮০/৪৬১ ধারায় মামলা দায়ের করেন। বালিয়াকান্দি থানার মামলা নং-৯।
বালিয়াকান্দি থানার এস.আই কায়সার হামিদ জানান, এ চুরির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গত ২৯শে সেপ্টেম্বর রাতে বিভিন্ন এলাকা থেকে ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৩০শে সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।