Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বজ্রপাত নিরোধক তালবীজ রোপন কার্যক্রম উদ্বোধন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক

॥মাহ্ফুজুর রহমান॥ বজ্রপাত নিরোধক তালবীজ রোপন কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ২নং ব্ল¬কে ৫সহস্রাধিক তালবীজ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩০শে সেপ্টেম্বর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মধুপুর-জয়পুর সড়কে এই তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মারুফ। শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর পুরুষ সিআইজি(ফসল) সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
তালবীজ রোপন উদ্বোধনের পর সমিতির সভাপতি আঃ রহমান খান মনো’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নাইম-আস-সাকিব, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন শেখ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রকিব উদ্দিন, শহীদওহাবপুর ইউনিয়নের ১ ও ২নম্বর ব¬কের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঘুনাথ কুন্ডুও প্রবীর কুমার, সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল সরদার, ৫নং ওয়ার্ডের সদস্য শেখ মোঃ হাবিবুর রহমান বাবু এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।