Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের অভিযানে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

রাজবাড়ী জেলা প্রশসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজিব গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুর ২টায় পৌরসভার চরলক্ষীপুর তালতলা এলাকা থেকে মোঃ ইমারত শেখের মেয়ে ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী তানিয়া আক্তারে বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় ভূয়া জন্ম সনদের ২টি কপি উদ্ধার করা হয়। ছবিতে দুই ম্যাজিস্ট্রেটের মাঝে বর মোঃ লাবলু খান ও কনে তানিয়া আক্তারকে দেখা যাচ্ছে। ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় উভয় পক্ষের অভিভাবকেরা ১৮বছরের আগে বিয়ে দেবে মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পায় -মাতৃকণ্ঠ।