॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ২৮শে সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় পাংশা মডেল থানা পরিদর্শন করেন।
জানাগেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী পাংশা মডেল থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে চৌকষ পুলিশ দল কর্তৃক তাকে গার্ড অব অনার প্রদান করেন।
থানা পরিদর্শনকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী থানার জিডি ও এফআইআর বহি, আগ্নেয়াস্ত্র রেজিষ্টার, ওয়ারেন্ট রেজিষ্টারসহ বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করে এফআইআর লিপিবদ্ধ করণ ও ওয়ারেন্ট তামিলের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করাসহ এবং পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিআরবি পার্ট-২ এর ৬৯১(বি) প্রবিধান অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক থানা পরিদর্শন করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ২৫/৬/২০০০ ও ০৮/৬/২০১১ তারিখের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনাসহ বিধান চালু থাকলেও থানা কর্তৃপক্ষ কর্তৃক এসব নির্দেশনা যথাযথভাবে পালন করা হয় না।
সংশ্লিষ্ট সুত্র জানায়, গত ৩বছরে থানা পরিদর্শনকালে জেলার কোন থানায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করেননি থানা কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৪ সালের ১৩ই অক্টোবর পাংশা থানায় তৎকালীন ওসি মোঃ আবুল বাশার মিয়া কর্তৃক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর থেকে বেশীরভাগ ক্ষেত্রে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক থানা পরিদর্শনের সময় থানার অফিসার ইনচার্জ জিডিমূলে থানার বাইরে থাকতেন। আবার কখনো অফিসার ইনচার্জ থানায় উপস্থিত থাকলেও ফোর্সের স্বল্পতার কারণ দেখিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করা হতো না বলে জানাগেছে।