Site icon দৈনিক মাতৃকণ্ঠ

১৫দিনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়ার বালুর স্তুপ অন্যত্র সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের আহবান

॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৫শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে ধাওয়াপাড়া ঘাটের বালু ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আ.ন.ম আবুজর গিফারী। ধাওয়াপাড়া ঘাটের ৩৪জন বালু ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করেন।
সভায় বালু ব্যবসায়ীরা ধাওয়াপাড়া ঘাট ও আশপাশের এলাকায় পদ্মা নদীর পাড়ে ও শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে অবৈধভাবে যে বালু স্তুপ করে রেখেছে তা ১৫দিনের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার আহবান জানানো হয়। অন্যথায় এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বালু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।