Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা সভা

॥শিহাবুর রহমান॥ পবিত্র আশুরা সুন্দর ও সুষ্ঠভাবে পালন উপলক্ষে ধর্মীয় নেতাদের সাথে জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা সভা গতকাল ২৫শে সেপ্টেম্বর বেলা ১১টায় রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা’র সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, রাজবাড়ী সদর অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ মীর্জা আবুল কালাম আজাদ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, কার্যকরী সদস্য ও মহররম উদযাপন কমিটির আহবায়ক মোঃ আব্দুল আজিজ কাদেরী, মতিয়াগাছী ইমামবাড়ীর উপদেষ্টা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমুখ বক্তব্য দেন।
সভায় পুলিশ সুপার সালমা বেগম পিপিএম বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। পবিত্র আশুরা উপলক্ষে প্রত্যেকটি ইমামবাড়ী ও খানকা শরীফে পুলিশ মোতায়ন থাকবে। সেই সাথে ডিবি ও ডিএসবি’র সদস্যরা সিভিলে কাজ করবে। এছাড়াও পবিত্র আশুরায় বিপুল সংখ্যক নারী উপস্থিত থাকেন সেকারণে আমরা চেষ্টা করবো নারী পুলিশ সদস্য মোতায়ন করার। যদিও আমাদের নারী পুলিশের স্বল্পতা আছে। আমরা কোন ভাবেই আশুরার পবিত্রতা নষ্ট করতে দেবো না। আমরা একে অপরের প্রতি সহানুভুতি ও সহনশীল আচরন করবো। পরিশেষে তিনি সকলে মিলে আশুরার পবিত্রতা যাতে রক্ষা করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করেন।