Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির ৩টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

॥রঘুনন্দন সিকদার॥ শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে পূজা মন্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় দেখতে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা গতকাল ২৫শে সেপ্টেম্বর বিকেলে বালিয়াকান্দি উপজেলার ৩টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ ৩টি হলো ঃ জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে পুকুরের উপরে বাঁশ দিয়ে নির্মিত ব্যতিক্রমী দুর্গাপূজা মন্ডপ, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজা মন্ডপ এবং বালিয়াকান্দি ডিগ্রী কলেজের দুর্গাপূজা মন্ডপ। পরিদর্শনের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল হক, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.কে.এম ফরিদ হোসেন বাবু, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান বিশ্বাস, বালিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার, সহ-সভাপতি সুজিত কুমার সাহা, দুর্গাপূজা কমিটির সভাপতি প্রভাষক চন্দন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক সনাতন কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলন।
মন্দির পরিদর্শন শেষে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলার সমস্ত পূজা মন্দিরে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শারদীয় দুর্গোৎসবে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে।
তিনি জামালপুরের ব্যতিক্রমী পূজা মন্ডপটিকে সমগ্র বাংলাদেশের মধ্যে আলোচিত একটি মন্দির হিসেবে উল্লে¬খ করেন, যেখানে প্রতিমা দ্বারা সনাতন ধর্মের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও তিনি মন্দিরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
তিনি আরো বলেন, যদি কেউ মনে করেন পুলিশের সহায়তা প্রয়োজন তাহলে সরাসরি আমাকে ফোন দিবেন। রাজবাড়ী জেলাবাসীর যে কোন সমস্যার জন্য আমার ফোন সব সময় খোলা। জামালপুর মন্দির পরিদর্শন শেষে তিনি বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে এলে তালে উলুধ্বনি দিয়ে বরণ করে শারদীয় শুভেচ্ছা জানান মন্দিরের মহিলা ভক্তরা। পুলিশ সুপার তাদের সাথে কুশল বিনিময় করেন এবং মন্দিরটি ঘুরে দেখেন। পরে তিনি অফিসে বসে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।