Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার শাশ্বত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। “ধর্ম যার যার, উৎসব সবার” এ মনোভাব নিয়ে বাংলাদেশের সকল ধর্মাবলম্বীরা তাদের ধর্ম ও উৎসব পালন করেন। যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে নিরক্ষরমুক্ত, দারিদ্রমুক্ত ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।
সুন্দর শরতের শুভক্ষণে নির্মলতায়, নির্ভাবনায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ীবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা।
শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো সুসংহত করবে এ প্রত্যাশা করছি।
(মোঃ শওকত আলী)
জেলা প্রশাসক
রাজবাড়ী।