Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর সোনাকান্দর এলাকায় বিদ্যুতের মিটার রিডিং না দেখে ভৌতিক বিল দেওয়ায় অভিযোগ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের সোনাকান্দর এলাকায় দীর্ঘদিন ধরে মিটার রিডিং না দেখে ভৌতিক বিদ্যুৎ বিল তৈরীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকার বিদ্যুৎ গ্রাহকরা গতকাল ২৩শে সেপ্টেম্বর রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে উল্লে¬খ করা হয়েছে, মিটার রিডিং দেখে বিল করার নিয়ম থাকা স্বত্ত্বেও দীর্ঘ ৪মাস ধরে সংশ্লি¬ষ্ট মিটার রিডাররা মিটার না দেখে ইচ্ছামতো ভৌতিক বিল তৈরী করে চলেছে। ফলে পূর্বের মিটার রিডিংয়ের সাথে বর্তমান মিটার রিডিংয়ের ভারসাম্যহীনতার কারণে ইউনিটের বিশাল পরিমাণ দাঁড়িয়েছে, যা স্বাভাবিকভাবে হওয়া একেবারেই অসম্ভব। এমতাবস্থায় মিটার দেখে বিল করার পাশাপাশি আসন্ন বিলের বিপুলতায় ভারসাম্য আনতে নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা হয়।
সোনাকান্দর এলাকার গ্রাহকদের পক্ষে মোসাঃ মল্লি¬কা বানু, ছালমা বেগম, গাজী সাঈদ, মহিউদ্দিন সুমন, ইউসুব শেখ, মামুন, মাজেদ, রাশিদা, ইসলাম শেখ প্রমুখ অভিযোগের দরখাস্তে স্বাক্ষর করেন। তবে এ ব্যাপারে রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ অফিস কোন বক্তব্য দিতে রাজী হয়নি।