॥কামরুল মিঠু॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের একতা ক্লাবের উদ্যোগে আঃ খালেক মুন্সী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২২শে সেপ্টেম্বর বিকেলে ক্লাব প্রাঙ্গনের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় স্থানীয় আবাহনী ক্রীড়া চক্র ৬-১ গোলে শেখ জামাল স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের খেলোয়াড় শিপন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাম ইমাম চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার বাগচী, বরাট একতা ক্লাবের সভাপতি ও বরাট ইউপির সাবেক চেয়ারম্যান মেছের আলী খান, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী, সাধারণ সম্পাদক ফরিদ আলী শেখ, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও মরহুম আঃ খালেক মুন্সীর ছেলে লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘মাদককে না বলুন’-এই শ্লোগানকে সামনে রেখে গত ২৫শে আগস্ট ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়।
বরাটে খালেক মুন্সী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
