Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণে সুধিবৃন্দের সাথে মন্টি চৌধুরীর মতবিনিময় সভা

॥পাংশা প্রতিনিধি॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে(পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরী গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে পাংশা প্রেসক্লাবে স্থানীয় লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরী, অধ্যাপক মোঃ ফজলুর রহমান, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহম্মদ সবুর উদ্দিন, কবি মোল্লা মাজেদ, লেখক এবাদত আলী শেখ, ব্যবসায়ী শহিদুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় পার্টির প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের হাতকে শক্তিশালী করতে এবং জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণে আমরা কাজ করছি। পার্টির প্রেসিডেন্ট এইচএম এরশাদ যাকে দলীয় মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করব। নির্বাচনের আগে জনমত গঠন এবং মাঠ গোছানোই এখন মূল কাজ। আর সে লক্ষ্যেই এলাকার লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধিবৃন্দের সাথে মতবিনিময় করা।
মন্টি চৌধুরী আরো বলেন, এক সময় অত্র এলাকা জাতীয় পার্টির দূর্গ ছিল। সে অবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় প্রতীক লাঙ্গলের পক্ষে জনগণের মধ্যে গণজোয়ার সৃষ্টি করতে হবে। দলীয় মনোনয়ন প্রত্যাশী অপরাপর প্রার্থীদেরও এখন উচিত নির্বাচনী মাঠে থেকে সভা-সমাবেশের মাধ্যমে পার্টির প্রেসিডেন্ট পল্লীবন্ধু এইচএম এরশাদের মেসেজ জনসাধারণের সামনে তুলে ধরা। জাতীয় পার্টির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী মন্টি চৌধুরী উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করে বলেন, তার দাদা মরহুম হাজী আব্দুস ছাত্তার জমিদার ছিলেন। তার পিতা মরহুম এ্যাডভোকেট নজরুল ইসলাম চৌধুরী(এনআই চৌধুরী) জাতির পিতার বাবার নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন।
মতবিনিময় সভায় পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি ও পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান মিনান, সাংবাদিক সৈকত শতদল ও নেছার উদ্দিন আহমদ সবুজ, লেখক মুক্তার হোসেন, লেখিকা সুমী খন্দকার, সন্ধ্যা রানী কুন্ডু, ফরিদ মোল্লা ও জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শেখ মুহম্মদ সবুর উদ্দিন তার রচিত পাংশার ইতিহাস গ্রন্থ এবং অধ্যাপক আবুল হোসেন মল্লিক তার রচিত খান বাহাদুর নাদির হোসেন গ্রন্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরীকে উপহার প্রদান করেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল হোসেন মল্লিক।