॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের এক নম্বর ব¬কে ৪০জন কৃষাণীকে শীতকালীন সবজি চাষে গুটি ইউরিয়া ব্যবহারে ২দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শহীদওহাবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলাইমান মোল্ল¬ার বাড়ীর উঠানে এই কর্মশালার আয়োজন করেছে সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ(এভিপিআই) প্রকল্প।
গতকাল ২০শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ।
সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ (এভিপিআই) প্রকল্পের আইএফডিসি’র রাজবাড়ী সদর মনিটরিং কর্মকর্তা খান আতাউর রহমান এবং শহীদওহাবপুর ইউনিয়নের এক নম্বর ব্ল¬কের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীব কুমার ২দিনব্যাপী কর্মশালায় কৃষাণীদের সবজি চাষে গুটি ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে আলোচনা ও মাঠ পর্যায়ে কৃষাণীদের নিয়ে সার ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০জন কৃষাণীর মধ্যে এভিপিআই প্রকল্পের কৃষাণী সনাক্তকরণ কার্ড বিতরণ করা হবে।