Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-২ আসনে এবার জাতীয় পার্টির নতুন মুখ মহিলা নেত্রী মন্টি!

॥স্টাফ রিপোর্টার॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের(পাংশা-কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায়) জাতীয় পার্টিকে সু-সংগঠিত করতে এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি।
তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক। তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে। তিনি সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট এবং প্রাক্তন এম.এন.এ আলহাজ্ব এবিএম নুরুল ইসলামের আপন ভাতিজী।
গতকাল ২০শে সেপ্টেম্বর সন্ধ্যায় দৈনিক মাতৃকণ্ঠের সাথে আলাপকালে মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি বলেন, নিজ এলাকায় জাতীয় পার্টিকে কার্যকর করতে তিনি মাঠে নেমেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখেই তার এই আগমন। তার লক্ষ্য দলীয় প্রতীক লাঙ্গলের পক্ষে জনগণের মধ্যে গণজোয়ার সৃষ্টি করা। এজন্য তিনি প্রথমে তার নির্বাচনী এলাকার নিজ দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনে তার মনোনয়নের বিষয়টি পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিদ্ধান্ত নিবেন। তিনি যাকে মনোনয়ন দিবেন তার জন্যই আমি কাজ করবো। তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে।
মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি জানান, তার দাদা মরহুম হাজী আব্দুস ছাত্তার জমিদার ছিলেন। তার পিতা মরহুম এডঃ মোঃ নজরুল ইসলাম চৌধুরী জাতির পিতার বাবার নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন।
মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি ২০০৩ সালে ঢাকার সরকারী গণভবন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে এইচএসসি, তিতুমীর কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স ও মাস্টার্স পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ল কলেজের ১ম বর্ষের ছাত্রী। তিনি একজন উশু খেলোয়াড়। এছাড়াও তিনি বিটিভি’র তালিকাভুক্ত অভিনয় শিল্পী এবং উপস্থাপিকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিভিন্ন অনুষ্ঠান তিনি উপস্থাপনা করে থাকেন। ঢাকার রামপুরার বনশ্রীতে তাদের বাসা। তারা ৫ বোন ও ২ভাই। ২ভাই প্রকৌশলী। তিনি ২০১০ সালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাথমিক সদস্য হন। তার মা বেগম ফিরোজা চৌধুরী জাতীয় পার্টির নেত্রী ছিলেন।