Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় চন্দনা নদীতে গোছলে নেমে ১শিশু নিখোঁজ॥ডুবরী দলের উদ্ধার অভিযান স্থগিত

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃগিডাঙ্গা এলাকায় চন্দনা নদীতে গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে গোছলে নেমে ৫বছর বয়সের জাকির হোসেন নামের ১শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু জাকির হোসেন মৃগিডাঙ্গা গ্রামের খলিল মন্ডলের ছেলে।
খবর পেয়ে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি চন্দনা নদীতে নিখোঁজ শিশু উদ্ধারে পাংশার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন।
এছাড়াও খবর পেয়ে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন ও পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল চন্দনা নদীর ঘটনাস্থলে পৌঁছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা চন্দনা নদীতে নিখোঁজ শিশুর উদ্ধার তৎপরতা চালান। ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার এম সাইফুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের ডুবরী দল উদ্ধার তৎপরতা কার্যক্রম পরিচালনা করেন। পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেড’র কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে-সহ স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন। অন্ধকার ঘনিয়ে আসায় রাত সোয়া ৮টার দিকে উদ্ধার তৎপরতা কার্যক্রম স্থগিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।