Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বানীবহের ডিস ব্যবসায়ী জিন্নাহকে গুলি করার ঘটনায় ৭জনের মামলা

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের ডিস ব্যবসায়ী জিন্নাহ (৩৮)কে গুলি করার ঘটনায় ৭জনের নামে মামলা হয়েছে। গত ১৬ই সেপ্টেম্বর আহত জিন্নাহ বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
রাজবাড়ী থানার মামলা নং-৩৬। ধারাঃ ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোর্ড। আসামীরা হলো ঃ বৃচাত্রা গ্রামের হাসেম মোল্লার ছেলে লিটন মোল্লা(২৫), বসির উল্লাহ মিজির ছেলে দেলু(৩০), বানীবহ গ্রামের আতাউর মাষ্টারের ছেলে রাজু(২৫), বৃচাত্রা গ্রামের মনতাজের ছেলে শাহজাহান(৩০), বানীবহ গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে সালেহ আহম্মদ(৪০), আবুল মিয়ার ছেলে সীমান্ত(২৫), ও বৃচাত্রা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২৭)সহ অজ্ঞাত ৩/৪জন।
মামলা সুত্রে জানাযায়, প্রভাব বিস্তার নিয়ে উল্লেখিতদের সাথে জিন্নাহ ও তার পরিবারের লোকজনের পূর্ব শক্রতা চলে আসছিল। গত ১৩ই সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে জিন্নাহ বানীবহ স্কুল মোড়ে অনুকুল এর মুদি দোকান থেকে সওদা নিয়ে বাড়ী ছিল। রাত পৌনে ১২টার দিকে সে বৃচাত্রা গ্রামের সিদ্দিক পাটোয়ারীর বাড়ীর সামনে পৌছালে উল্লেখিতরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এ সময় সে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে পিছন থেকে তারা তাকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পিঠে একটি গুলি বিদ্ধ হয়। বাকী গুলি গুলো লক্ষ্যভ্রষ্ট্য ভয়। ঘটনার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ ঘটনার পর তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হলে অস্ত্র পাচারের মাধ্যমে তার পিঠ থেকে গুলিটি বের করা হয়। তবে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখান থেকে আবার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজবাড়ী থানার এস.আই রাম প্রসাদ চক্রবর্তী মামলাটি তদন্ত গ্রহণ করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।