॥রঘুনন্দন সিকদার॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ এর ‘যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে নির্মিত ১০৮টি ঘরের চাবি গৃহহীন পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্লা, কালেক্টরেটের সহকারী কমিশনার দিলশাদ, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, ও নবাবপুর ইউপির চেয়ারম্যান আবুল হাসান আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় এই প্রকল্পের আওতায় নির্মিতমোট ৫০৫টি নতুন ঘরের মধ্যে বালিয়াকান্দি উপজেলায় ১০৮টি, সদর উপজেলায় ৭০টি এবং গোয়ালন্দ উপজেলায় ৩২৭টি ঘর রয়েছে।