Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সুলতানপুরে যৌতুকের দাবীতে স্ত্রী’কে মারপিট॥স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চরশ্যামনগরে যৌতুকের দাবীতে রুমা(২৫)নামে এক গৃহবধুকে মারপিট করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে বিদেশ ফেরত স্বামী ও তার পরিবারের লোকজন।
গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২১শে ডিসেম্বর ওই গৃহবধু বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা হলো ঃ চরশ্যামনগর গ্রামের মৃত বাবু শেখের ছেলে সাইফুল শেখ(৩০) ও তার ভাই শরিফুল শেখ(২৫) ও তার মা সকিনা (৫০)সহ অজ্ঞাত ২জন।
মামলা সুত্রে জানাযায়, গত ৭বছর আগে সাইফুলের  সাথে রুমার বিয়ে হয়। বিয়ের ৯মাস পর তার স্বামী সাইফুল বাহারাইনে যায়। সে সময় রুমার পিতা জামাই সাইফুলকে ৩লক্ষ ৭৫হাজার টাকা প্রদান করেন। স্বামী বিদেশ যাওয়ার ৩মাস পর তার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। এরপর থেকে সে কখনো স্বামীর বাড়ীতে আবার কখনো পিতার বাড়ীতে বসবাস করতেন। গত ৫ই নভেম্বর তার স্বামী সাইফুল বিদেশ থেকে বাড়ীতে আসে। সে সময় রুমা তার পিতার বাড়ীতে ছিল। স্বামী বাড়ীতে আসার খবর পেয়ে গত ১১নভেম্বর সে ওই বাড়ীতে যায়। স্বামীর সংসার করা অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যের পরামর্শে সাইফুল তার কাছে ২লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। এতে অস্বীকার করায় সাইফুল ও তার পরিবারের লোকজন তাকে নির্যাতন করা শুরু করে। গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় রান্না ঘরে বসে রান্না করার সময় সাইফুল তার স্ত্রী রুমার কাছে পিতার বাড়ী থেকে ১লক্ষ টাকা যৌতুক এনে দেয়ার চাপ সৃষ্টি করে। এতে অস্বীকার করা মাত্রই সাইফুল তাকে চুলের মুঠি ধরে কাঠের বাটাম দিয়ে মারপিট করে। এরপর তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়া হয়। উপায় না পেয়ে সে তার পিতার বাড়ীতে এসে ওঠে।
এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।