॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল স্টেশন এলাকা থেকে গত ২১শে ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে মাদক ক্রয় বিক্রয়কালে ৮পিচ ইয়াবাসহ লিটন শেখ(২৩) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সে পাবনা জেলার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের তৈয়ব শেখের ছেলে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মিজানুর রহমান জানান, খানখানাপুর রেলস্টেশন মার্কেটের শাহজাহান সরদারের স্টেশনারী দোকানের সামনে মাদক ক্রয় বিক্রয়কালে লিটন শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮পিচ ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো সে বিক্রি করার জন্য সেখানে অবস্থান করছিল।
এ বিষয়ে রাজবাড়ী থানার এস.আই মোঃ বদিয়ার রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
খানখানাপুর রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার
