Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে সরকারী জমি থেকে অবৈধ ভাবে মেহগনী গাছ কর্তন

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামে গতকাল শুক্রবার সকালে সরকারী জমি থেকে অবৈধ ভাবে একটি মেহগনী গাছ কর্তন করা হয়েছে।
গাছটি কর্তন করেন জাবরকোল গ্রামের বাসিন্দা বালিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক খালেক মোল্যা। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ গাছটি জব্দ করে।
উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি পত্র নিয়ে না আসা পর্যন্ত ব্যবহার করতে পারবেন না বলে সেই স্থানেই রেখে আসে। গাছ কর্তনকারী খালেক মোল্যা জানান আমি চল্লিশ বছর ধরে ৯৭ শতাংশ জমি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ডিসিআরের মাধ্যমে লিজ নিয়েছি। আমি আমার জমির গাছ কাটছি নির্বাহী অফিসারের কাছে শুনেই কাটছি। গাছ কাটার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কি আপনাকে কোন লিখিত অনুমতি দিয়েছে? প্রশ্ন করলে তিনি বলেন না মৌখিক অনুমতি দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দারকে গাছ কাটার বিষয়ে মৌখিক অনুমতির কথা বললে তিনি জানান, আমি কোন অনুমতি দেয়নি বা গাছ কাটার অনুমতি দিতে পারিনা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, যদিও এটি আমার বিষয় না উপজেলা প্রশাসন ও বন বিভাগের বিষয়। তারপরও সরকারী জমিতে গাছ কাটার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক আমি অফিসারসহ ফোর্স পাঠিয়ে দিয়ে তা বন্ধ করে দিয়েছি।