॥মাহবুব হোসেন পিয়াল॥ মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে গতকাল ১৫ই সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
বাদ জুম্মা ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গন থেকে কয়েক হাজার হাজার মুসল্লীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
হেফাজতে ইসলামের ফরিদপুর জেলা শাখার সভাপতি আল্লামা জহুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন হেফাজতে ইসলামের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, শ্যামসুন্দরপুর নুরানীয়া হাফেজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী শেখ ফরিদ, পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজাম উদ্দীন, বাকিগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহমুদুল হাসান, হেফাজতে ইসলামের ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোস্তফা কামাল, হেফাজত নেতা মাওলানা সাদেকুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা রবিউল ইসলাম ভাসানী, মৌলভী লিয়াকত হোসেন, মাওলানা নুরুল আমিন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তাগণ রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে অং সান সুচিসহ সকল অপরাধীর বিচার দাবী করেন। পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও তারা মিয়ানমারের সকল পণ্য বর্জন ও নিষিদ্ধের দাবী জানান।