Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যাবের অভিযানে আটক পাসপোর্ট দালালের ভ্রাম্যমান আদালতে ২০হাজার টাকা জরিমানা

॥কবির হোসেন॥ রাজবাড়ী শহরের পৌর মার্কেটের একটি টেলিকমের দোকান থেকে গতকাল ১৪ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে ২টি পাসপোর্টসহ আটকের পর মোঃ আলাউদ্দিন(৬০) নামের এক দালালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
র‌্যাবের সহযোগিতায় পরিচালিত অভিযান শেষে রাজবাড়ী কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজীব এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দালাল আলাউদ্দিন রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার মৃত নূর আলীর ছেলে। আটকের পর ভ্রাম্যমান আদালত পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিলে সে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি লাভ করে।
উল্লেখ্য, আলাউদ্দিন দীর্ঘদিন ধরেই পাসপোর্ট দালালীর সাথে জড়িত। ইতিপূর্বেও সে ভ্রাম্যমান আদালতে দন্ডিত হয়েছিল।