॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যডাঙ্গা এলাকা থেকে গতকাল ১৩ই সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ৫০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম শেখ ওরফে আমিন হুজুর(২৮) ও তার সহযোগি মোঃ তোফাজ্জেল মন্ডল ওরফে তোফা (৪২)কে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আমিন হুজুর রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলগেট এলাকার মোঃ নুরুল ইসলাম শেখের ছেলে ও তোফা গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নুরু মন্ডলের পাড়ার মৃত হাতেম মন্ডলের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা বলেন, আটক আমিনুল ইসলাম মাদ্রাসায় পড়ালেখা করেছেন। এ কারণে তিনি মানুষের কাছে আমিন হুজুর নামে পরিচিত। বেশ কয়েক বছর ধরে আমিন হুজুর মাদকের ব্যবসা করে আসছেন। ২০১৬ সালের ২৯শে জানুয়ারি তিনি ২৭৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার টাকাসহ নিজ বাড়ি থেকে র্যাবের হাতে আটক হন।
এরপর জামিনে বের হয়ে আমিন হুজুর আবারও মাদকের রমরমা ব্যবসা করতে থাকেন। সকালে গোপন সংবাদে জানাযায় খানখানাপুর মধ্যডাঙ্গা এলাকার খানখানাপুর খানকা মসজিদের পাশে আমিন হুজুর ফেনসিডিল নিয়ে বিক্রির জন্য অবস্থান করছেন।
এ সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর এনডিসি মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্স টিম গঠন করে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ আমিন ও তার সহযোগী তোফাকে গ্রেফতার করা হয়।
আটকদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।