॥কবির হোসেন॥ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদে গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)’র সদস্যদের ২সপ্তাহব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ চলছে।
সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালনায় গত ৬ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামী ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ৩২জন পুরুষ ও ৩২জন নারী সদস্যসহ মোট ৬৪জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করছেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া গতকাল ১৩ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, জনসাধারণ সহযোগিতা করলে পুলিশের পক্ষে যে কোন কাজ করা সহজ হয়। মুক্তিযুদ্ধের সময় দেশের জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করেছিল বলেই বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল। তেমনিভাবে জঙ্গীবাদ-সন্ত্রাস প্রতিরোধ করতে হলে জনগণের সহায়তা প্রয়োজন। আপনারা জঙ্গীবাদীদের সম্পর্কে কোন তথ্য পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সকলের সহযোগিতার মাধ্যমে দেশ থেকে জঙ্গীবাদের মূলোৎপাটন করা সম্ভব। তিনি প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানান।