Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বহরপুরের হাজী আরশেদ মাস্টারের দাফন সম্পন্ন

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী আরশেদ আলীর জানাজার নামাজ গতকাল ১২ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় গোহালবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযাতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী সেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযার পূর্বে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বক্তব্য রাখেন।
উল্লেখ্য, হাজী আরশেদ আলী গত ৯ই সেপ্টেম্বর রাতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪বছর। তিনি স্ত্রী, ৩ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।