Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা-কালুখালীর বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো পাংশা ও কুষ্টিয়ার রোটারী ক্লাব

॥মোক্তার হোসেন॥ পাংশা ও কালুখালীর বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অব পাংশা এবং রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ।
গতকাল ১২ই সেপ্টেম্বর পাংশা ও কালুখালীর সীমান্তবর্তী মাধবপুর বাজারে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, নারী-পুরুষসহ সহস্রাধিক লোকজনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বন্যার্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
মাধবপুর বাজারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রোটারী ক্লাব অব পাংশার প্রেসিডেন্ট দিবালোক কুন্ডু জীবনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রোটারী ক্লাবের কুষ্টিয়া জোন চেয়ারম্যান ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন পাতা। অন্যান্যের মধ্যে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট ওবায়দুর রহমান, সেক্রেটারী আলিমুল হক সনজু, রোটারী ক্লাব অব পাংশার এ্যাসিস্ট্যান্ট গভর্ণর ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু ও মাধবপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব পাংশার পাষ্ট প্রেসিডেন্ট নিখিল কুমার দত্ত ও সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার জয়েন্ট সেক্রেটারী রাসেল পারভেজ ও মোসাদ্দেক আলী মনি, বুলেটিন এডিটর ফরহাদ আলী খান, সদস্য জেবুন্নেছা সবুজ ও মহিদুল ইসলাম রিপন, স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি মেম্বার সেকেন আলী খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন পাতার নেতৃত্বে ডাঃ কে.এম আবু জালাল, ডাঃ আকদিনা হানি সুমনা, ডাঃ অনূপ কুমার বিশ্বাস, ডাঃ কানিজ ফাতেমা ও ডাঃ তুষার কান্তি রায় চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে ২শতাধিক পরিবারের মাঝে প্রত্যেকের ৫কেজি করে চাল বিতরণ করা হয়।
জানাযায়, মাধবপুর, কৃষ্ণনগর, চররামনগর ও নারানদিয়াপাড়াসহ পার্শ্ববর্তী বন্যা দুর্গত এলাকার মানুষ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোটারী ক্লাব অব পাংশা এবং রোটারী ক্লাব অব কুষ্টিয়ার আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমকে স্থানীয় লোকজন ও সুবিধাভোগীরা প্রশংসনীয় উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন।