॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১২ই সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারের মেসার্স ওয়াসিস ফুড কর্নার নামক দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ দোকানী কমল কুমার শীল (৫০)কে আটক করে।
পরে আটককৃত কমল কুমার শীলকে ফরিদপুর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে ১০হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। এছাড়াও জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কানাইপুর বাজারে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক দোকানীর অর্থদন্ড
