Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি থানার আবাসিক এলাকা নদী ভাঙ্গনের ঝুঁকিতে

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আবাসিক এলাকা চন্দনা নদীর ভাঙ্গনের শিকার হওয়ার ঝুঁকিতে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার আবাসিক এলাকার সীমানা প্রাচীর ঘেঁষে বয়ে গেছে চন্দনা নদী। এই নদীর পানি হ্রাস পাওয়ার সাথে সাথে ঝুঁকিতে রয়েছে থানার সীমানা প্রাচীর। এরই মধ্যে প্রাচীরের একদিকে ভেঙ্গে থানার একটি আবাসিক বাসার দেওয়ালের কাছে চলে এসেছে। ফলে যে কোন সময় নদীগর্ভে চলে যেতে পারে আবাসিক এলাকাটি।
নদী ভাঙ্গনের ঝুঁকির মুখে পড়া আবাসিক এলাকাটি গতকাল ১১ই সেপ্টেম্বর পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী সজল দত্ত, বালিয়াকান্দি সদর ইউপির চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমুখ।
এ সময় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম ও থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত উপজেলা প্রকৌশলী ও সদর ইউপির চেয়ারম্যানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ওসি হাসিনা বেগম জানান, গত রবিবারের প্রবল বৃষ্টির কারণে থানার উত্তর পার্শ্বের আবাসিক এলাকা ধসে যায়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময়ে নদীর পার্শ্ববর্তী আবাসিক ভবনগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।