Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

॥দেবাশীষ বিশ্বাস॥ মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে গতকাল ১১ই সেপ্টেম্বর বেলা ১১টায় রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর জেলা শাখা।
রাজবাড়ী পৌর মিলেনিয়াম মার্কেটস্থ সংগঠনের জেলা কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক কবির হোসেন, জেলা শাখার সাবেক আহ্বায়ক ক্বারী মোঃ আবু ইউসুফ, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মুফতি সামছুল হুদা, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আইয়ুব আনসারী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, মিয়ানমারে মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে কিন্তু বিশ্ব বিবেক চুপ করে রয়েছে। আগামী ১৩ই সেপ্টেম্বর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঢাকাস্থ মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচীতে লাখো মুসলমান শরীক হবে। অথর্ব জাতিসংঘ থেকে ওআইসি’কে বের হয়ে আসতে হবে, অন্যথায় ওআইসি’র সম্মান ক্ষুন্ন হবে। তারা মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়াসহ জোরালোভাবে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে মিয়ানমার ও অং সান সুচি বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। সমাবেশ শেষে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ক্বারী মোঃ আবু ইউসুফের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।