॥স্টাফ রিপোর্টার॥ যে বয়সে সমবসয়ীদের সাথে হেঁসে খেলে বেড়ানোর কথা ছিল দুলির। কিন্তু মাত্র ১২বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন চলার পথ থমকে দাঁড়িয়েছে তার। বর্তমানে নিজ বাড়ীতে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে সে। চিকিৎক জানিয়েছে উন্নত চিকিৎসা করাতে পারলে হয়তো দুলিকে বাঁচানো যেতে পারে। এ জন্য দরকার কমপক্ষে ১০লক্ষাধিক টাকা।
দুলির বাড়ী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল গ্রামে। সে লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তার বাবা মনি মন্ডল একজন হত দরিদ্র রাজ মিস্ত্রী। প্রায় দুই মাস আগে দুলির শরীরে ক্যান্সার ধরা পড়ে। দুলিকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ পর্যন্ত চিকিৎসা করাতেই তাদের দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর এ টাকার পুরোটাই জোগাড় করতে হয়েছে ধার দেনা করে। চিকিৎসক জানিয়েছেন ভারতে উন্নত চিকিৎসা করাতে পারলেই হয়তো দুলিকে বাঁচানো যেতে পারে। এজন্য দরকার কমপক্ষে ১০লক্ষ টাকা। কিন্তু দুলির বাবা মনি মন্ডলের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না। কারণ বসতবাড়ীর কয়েক শতাংশ জমি ছাড়া তাদের আর কিছুই নেই। এজন্য মনি মন্ডল মেয়েকে বাঁচানোর জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সকলের একটু আর্থিক সাহায্যই বাঁচাতে পারে ৭ম শ্রেণীর ছাত্রী দুলিকে।
কিশোরী দুলির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা ঃ সঞ্চয়ী হিসাব নং-২৫৬১৫১০০২৯৮৫১, ডাচ বাংলা ব্যাংক, রাজবাড়ী জেলা শাখা ও ডাচ বাংলা মোবাইল একাউন্ট-০১৯৯৫-১৫৪৪২৪৩। যোগাযোগ ঃ মনি মন্ডল, লক্ষèীকোল, ইউনিয়ন-দাদশী, রাজবাড়ী সদর। মোবাইল ০১৯৯৫-১৫৪৪২৪।