Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

॥রঘুনন্দন সিকদার॥ কোমলমতি শিক্ষার্থীদের মেধা-বিকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা গতকাল ২২শে ডিসেম্বর ১০টা থেকে বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে শুরু হয়েছে।
এ পরীক্ষায় বালিয়াকান্দি উপজেলার ১১টি কিন্ডার গার্টেনের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈ, মাতৃছায়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সিদ্দিকুর রহমান, নিউ হোপ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ আব্দুর রশিদ, মাজেদা বেগম রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ ও সহ-কেন্দ্র সচিব মোঃ মাসুদুর রহমান মুহিব, উপজেলা এসোসিয়েশনের সহ-সভাপতি বিধান কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিচ, সহ-সম্পাদক নুরুল ইসলাম বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। অংশগ্রহনকারী কিন্ডার গার্টেন গুলো হলো ঃ মাতৃছায়া কিন্ডার গার্টেন, নিউ হোপ কিন্ডার গার্টেন, আইডিয়াল কিন্ডার গার্টেন, জননী কিন্ডার গার্টেন, মাজেদা বেগম রেসিডেন্সিয়াল স্কুল, রিজিয়া বেগম আইডিয়াল স্কুল, তারার মেলা একাডেমী, সিন্হা কিন্ডার গার্টেন, সানরাইজ কিন্ডার গার্টেন, ফিরোজা বেগম একাডেমী ও কবি নজরুল একাডেমী।