Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া ঘাটে ৭কিলোমিটার গাড়ীর দীর্ঘ লাইন॥মালভর্তি ট্রাক পারাপার হতে পারেনি

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে ভোগান্তি অব্যাহত রয়েছে। ঈদ পরবর্তী গত এক সপ্তাহ ধরে এ ভোগান্তি চলছে।
গতকাল ৯ই সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট থেকে দীর্ঘ ৭কিলোমিটার ব্যাপী বাস ও ট্রাকের লাইন দেখা যায়। ঘন্টার পর ঘন্টা যাত্রীবাহী বাস যানজটে আটকে থাকায় অনেক যাত্রীরা অসুস্থ্য হয়ে পড়ছে। অনেকে দীর্ঘপথ পায়ে হেঁটে লঞ্চে নদী পার হচ্ছে। ঘাটে অন্ততঃ ২শতাধিক যাত্রীবাহী বাস ও ৬শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাক ঢাকা-মেট্রো-ট-২০-৪০৬৬ এর ড্রাইভার শিমুল জানান, গত ৬দিন যাবৎ ঘাটে আটকা পড়ে আছি। কবে নাগাদ পার হতে পারবো তা কেউ বলতে পারছে না। তার মতে, এ ধরনের ৬শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। রাতের আঁধারে ট্রাকের ব্যাটারী, গ্যাস সিলিন্ডার, মোবাইল, নগদ টাকা চুরি হয়ে যাচ্ছে। আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ মালভর্তি ট্রাক আটক করে রেখেছে। ট্রাক ড্রাইভার রউফ মোল্লা(৪০) জানান, রাস্তার পাশে কোন নলকূপ ও ল্যাট্রিন না থাকায় দুর্ভোগের অন্ত নাই।