Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সিরাজগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ৩মাস পর র‌্যাবের অভিযানে দৌলতদিয়া থেকে অপহৃত ২শিশু উদ্ধার॥২জন গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৮ই সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার পাড়ায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ থেকে নিখোঁজের ৩মাস পর ২টি শিশু মোছাঃ সুমাইয়া আক্তার(৮) এবং মোঃ গোলাম রাব্বী(৩), উভয় পিতা-মোঃ কালাম চকদার, সাং-কাজীপুর, থানা-তারাশ, জেলা-সিরাজগঞ্জকে উদ্ধার করেছে।
অভিযানকালে র‌্যাব সদস্যরা ঘটনার সাথে সংশ্লিষ্ট মোঃ নুর ইসলাম(৪৬), পিতা-মৃত গেন্দু সরকার, সাং-উত্তর দৌলতদিয়া, মোছাঃ মরিয়ম আক্তার(৩৬), স্বামী-রাজ্জাক শেখ, সাং-গফর মোল্লার গ্রাম, উভয় থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ীকে হাতেনাতে আটক করে।
জানাগেছে, জনৈক মোছাঃ সেলিনা বেগম এর স্বামী মোঃ কালাম চকদার আনুমানিক ৩মাস পূর্বে ফরিদপুরে স্ত্রী সন্তান সহ বসবাসের কথা বলে সিরাজগঞ্জ থেকে নিয়ে আসে। পথিমধ্যে স্বামী মোঃ কালাম চকদার তার স্ত্রী মোছাঃ সেলিনা বেগমকে জুস পান করালে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং জ্ঞান ফিরে এলে নিজেকে আবিষ্কার করেন দৌলতদিয়া পতিতা পল্লীতে এবং বুঝতে পারেন তাকে উক্ত পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি সন্তানদের খোজ-খবর জানতে চাইলে বাড়ীর মালিক মোঃ নুর ইসলাম(৪৬) তাকে শারিরীকভাবে নির্যাতন করেন এবং গোপনস্থানে লুকায়িত তার ২সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়।
গতকাল ৮ই সেপ্টেম্বর মোছাঃ সেলিনা বেগম কৌশলে উক্ত পতিতা পল্লী থেকে পালিয়ে এসে র‌্যাব, ফরিদপুর ক্যাম্পে তার অপহৃত ২সন্তানকে উদ্ধারে সহায়তা কামনা করলে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে বেলা ২টায় উত্তর দৌলতদিয়া ওমর আলী মাতব্বর পাড়া এলাকা থেকে মোঃ নুর ইসলামকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার গ্রাম হতে ২শিশুকে উদ্ধার করে। এ সময় বাড়ীর মালিক মোঃ রাজ্জাক কৌঁশলে পালিয়ে গেলেও তার স্ত্রী মোছাঃ মরিয়ম আক্তার (৩৬)কে র‌্যাব আটক করে। এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে।