Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর দৈনিক মাতৃকণ্ঠ অফিসে বিদায়ী সংবর্ধনা॥গণমাধ্যম পারে অবহেলিত মানুষকে উপরে নিয়ে আসতে –বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার

॥শিহাবুর রহমান॥ সাংবাদিক ও পুলিশের কাজের ধরণ প্রায় কাছাকাছি। একে অপরের সহযোগিতায় পুলিশের যেমন বেনিফিট হয়। তেমনি সাংবাদিকরাও সহজে তাদের পেশাগত দায়িত্ব পালনসহ সংবাদ সংগ্রহ করতে পারে। গতকাল ৭ই সেপ্টেম্বর রাতে রাজবাড়ীর জনপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকা অফিসে বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, আমি যেখানেই কাজ করেছি সেখানেই মিডিয়া কর্মীদের সাথে ভাল সম্পর্ক ছিল। এজন্য অনেক কাজ সহজেই করতে পেরেছি। আগামীতে যারা আসবে তাদের সাথে আপনাদের আরো কো-অপারেশন হবে। আমি অনুরোধ করবো আপনারা দেশের এবং নিজ এলাকার অবহেলিত মানুষের জন্য কাজ করবেন। আপনারাই(গণমাধ্যম) তাদের উপরে নিয়ে আসতে পারেন। মানবিকতার উর্দ্ধে কিছুই নয়।
দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক মাতৃকণ্ঠের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম, জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিপোর্টার মোঃ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের আহবায়ক খোন্দকার রবিউল ইসলাম, যমুনা টিভির প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম, আসহাবুল ইয়ামিন রয়েন ও কবির হোসেন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করায় বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দৈনিক মাতৃকণ্ঠর সম্পাদক খোন্দকার আব্দুল মতিনকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন। এ সময় মাতৃকন্ঠ পরিবারের পক্ষ থেকেও বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, ইউনির্ভাসিটি অব ব্র্যাড ফোর্ড এ স্কলারশীপের জন্য আগামী ১৪ই সেপ্টেম্বর ১বছরের লন্ডনে যাচ্ছেন বিসিএস ২৫তম(পুলিশ ক্যাডার) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি গত ২০১৬ সালের ১৪ই আগস্ট রাজবাড়ী জেলায় যোগদান করেছিলেন।