Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঈদের ছুটিতে গোদার বাজার স্কুল পরিদর্শন ও নৌকা ভ্রমন করলেন রাজবাড়ীর সাবেক ডিসি রফিকুল ইসলাম খান

॥লাবনী আক্তার॥ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব ও রাজবাড়ীর প্রাক্তন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান গত ৪ঠা সেপ্টেম্বর বিকেল ৫টায় ঈদের দ্বিতীয় দিনে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
ঈদুল আযহা উপলক্ষে স্কুল বন্ধ থাকলেও যুগ্ম-সচিব মোঃ রফিকুল ইসলাম খান ও তার সহধর্মিনী বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিসেস আফরোজা ইসলামের আগমনের খবরে স্কুলে আসেন শিক্ষক মন্ডলী। যুগ্ম-সচিব মোঃ রফিকুল ইসলাম খান বিদ্যালয়ে এসে পৌঁছালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মোকছেদুর রহমান খান মোমিন, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি ফকীর মোশাররফ হোসেন এবং প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ সন্যাসীসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
এরপর মোঃ রফিকুল ইসলাম খান ও তার সহধর্মিনী বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়াসহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। মতবিনিময় শেষে তিনি উপস্থিত শিক্ষক মন্ডলীর সাথে জেলার পর্যটন খ্যাত গোদার বাজার পদ্মা নদীতে কিছু সময় নৌকা ভ্রমনে করেন।
উল্লেখ্য, মোঃ রফিকুল ইসলাম খান রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে জেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নেন। উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিনি পার্ক, ওয়াশ ব্লক, জেলার মানচিত্র, অভিভাবকদের বসার জন্য শেড, প্রবেশের গেট ও বাউন্ডারী ওয়াল নির্মিত হয়।