॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল ৩১শে আগস্ট বিকেলে সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকায় বন্যা দুর্গত দেড়শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ, সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আঃ রহিম মোল্লা, বরাট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য রসাই শেখ এবং ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ ইউনুস শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, বিস্কুট, চিনি, সেমাই ও মুড়ি। জেলার পুলিশ সদস্যদের নিজস্ব অর্থে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের পূর্বে বন্যাদুর্গতদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা বলেন, আপনারা ভাল নেই বলেই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। জেলা পুলিশ আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সকলে মিলে কাজ করবো। কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ঈদের পূর্বে এই ত্রাণ আপনাদের হাতে তুলে দিতে পেরে আমাদের ভাল লাগছে।