Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পৌরসভায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী গতকাল ২১শে ডিসেম্বর বিকেলে পৌরসভা প্রাঙ্গনে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পৌরসভার কাউন্সিলরগণ, সচিব মোঃ হেমায়েত হোসেন, এডঃ এটিএম মোস্তফা কবির, পৌর কর্মচারী সংসদের সভাপতি নাজিমুদ্দিন মিয়া পলাশ ও সাধারণ সম্পাদক আঃ রব বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মেয়র মহম্মদ আলী চৌধুরী ফগার মেশিন চালিয়ে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সুষ্ঠুভাবে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।