॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী গতকাল ২১শে ডিসেম্বর বিকেলে পৌরসভা প্রাঙ্গনে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পৌরসভার কাউন্সিলরগণ, সচিব মোঃ হেমায়েত হোসেন, এডঃ এটিএম মোস্তফা কবির, পৌর কর্মচারী সংসদের সভাপতি নাজিমুদ্দিন মিয়া পলাশ ও সাধারণ সম্পাদক আঃ রব বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মেয়র মহম্মদ আলী চৌধুরী ফগার মেশিন চালিয়ে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সুষ্ঠুভাবে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
রাজবাড়ী পৌরসভায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন
