॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল ২৯শে আগস্ট সকালে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসিনা বেগম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, শিক্ষক শামছুল আলম মন্টু, খোন্দকার মনির আযম মুন্নু ও মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মোঃ সোহেল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কখনো মাদককে স্পর্শ করবেনা। কারণ মাদক শুধু একজনকেই ধ্বংস করে না, পুরো পরিবার ও জাতিকে ধ্বংস করে দেয়। তোমরা আমাদের সম্পদ, আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশও তোমরাই গড়বে। তাই তোমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
আলোচনার শেষে তিনি বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।