Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে সাত শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ঔষুধ বিতরণ

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার উপজেলার উজানচর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের কয়েকটি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
তার আগে গত বৃহস্পতিবার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম অঞ্চলের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিট। ৭শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন জানান, এ বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের বাসিন্দারা। এসব অসহায় বন্যার্ত মানুষের পাশে শুরু থেকে ছাত্রলীগ ত্রাণ সামগ্রীর বহর নিয়ে ছুটে গেছে। প্রথম কয়েক দিন বিতরণের পর গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত তিন দিনে সাত শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, চিড়া, বিস্কুট, খাবার স্যালাইনসহ অন্যান্য শুকনা খাবার দেওয়া হয়েছে। এছাড়া এসব অসহায় মানুষের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদের মাঝে ঔষুধও বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডলের সার্বিক সহযোগিতায় বন্যার্তদের মাঝে ঈদের আগের দিন পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের মতো দেশের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও গোয়ালন্দ পৌরসভা এবং দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।