Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা-কালুখারীর ৬টি গ্রামের ৬১২টি পরিবার পেল বিদ্যুতের নতুন সংযোগ॥উদ্বোধন করেন এমপি মোঃ জিল্লুল হাকিম।

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির জাগিরকয়া, গোলাবাড়ী ও নিভা বিলজালিয়া গ্রাম, বাবুপাড়া ইউপির সুজানগর ও নিশ্চিন্তপুর গ্রাম এবং কালুখালী উপজেলার সাওরাইল ইউপির উত্তর কুমড়ীরাজ ৬টি গ্রামের ৬১২টি পরিবার গতকাল ২৮শে আগস্ট সন্ধ্যায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছেন।
জাগিরকয়া, উত্তর কুমড়ীরাজ ও সুজানগরে পৃথক ৩টি স্থানে সুইচ টিপে বাতি জ্বালিয়ে পল্লী বিদ্যুতের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রিজ-কার্লভাট প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বর্তমানে সার সংকট নেই। কৃষক চাহিদা মত সার পাচ্ছে। কিন্ত বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে কৃষক সার পায় নাই। তখন সারের জন্য কৃষক গুলি খেয়ে মরেছে। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সন্ত্রাস-চাঁদাবাজীতে মানুষ অতিষ্ঠ হয়েছিল। তখন কোথাও বিদ্যুতের ১টি খুঁটি গাড়া হয় নাই।
এমপি জিল্লুল হাকিম বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে ধরে বলেন, সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা দরিদ্র মানুষের অর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দরিদ্র মানুষের কল্যাণে এসব প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের কল্যাণে রাজনীতি করেন। বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
জাগিরকয়া গ্রামে পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম গোলদার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুতের পাংশা সাব জোনাল অফিসের এজিএম ও ইনচার্জ মোঃ সাইফুল হক খান, পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব আলীসহ পাট্টা ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জাগিরকয়া, গোলাবাড়ী ও নিভা বিলজালিয়া গ্রামবাসী লোকজন উপস্থিত ছিলেন।