॥রফিকুল ইসলাম/দেবাশীষ বিশ্বাস॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৬শে আগস্ট বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, হিফজ ও হামদ-নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া মহফিল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি ইসলামিক ফাইন্ডেশন প্রতিষ্ঠা করাসহ বাংলাদেশকে ওআইসির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই ইতিহাসসহ তার জীবনের অনেক অজানা ইতিহাস জানার জন্য সকলেরই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়া উচিত। তিনি ইসলামের নামে মানুষ হত্যার সমালোচনা করে বলেন, যারা ইসলাম ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ডসহ মানুষ হত্যা করে তারা প্রকৃত মুসলমান না। কারণ ইসলাম ধর্মের কোথাও জঙ্গীবাদ, সন্ত্রাস ও মানুষ হত্যার মত জঘন্য অপরাধের কথা উল্লে¬খ নাই। সুতরাং যারা ইসলামের নামে এসব কাজ করে তারা কখনো প্রকৃত মুসলমান না, ইসলামের শত্র“।
তিনি তার বক্তব্যে আরো বলেন, আমাদের স্বাধীনতা বিরোধী পাকিস্তানী ও তাদের এদেশীয় চক্র রাজাকার আলবদরদের সাথে ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের এদেশে অবস্থানরত সকল সদস্যকে হত্যা করেছিল। তারা ভেবেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করলেই বাংলাদেশে থেকে আওয়ামী লীগ নির্মূল হয়ে যাবে। কিন্তু তাদের সেই আশা পূরণ হয় নাই। বরং বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশেই তাদের বিচার হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে ফাঁসিতে ঝোলানোর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। অবশিষ্ট যে সব খুনীরা বিদেশে পালিয়ে আছে তাদেরকেও দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানোর জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন বর্তমান সরকার দেশের ইমাম সাহেবদের সম্মানী ভাতা নিয়েও চিন্তা করছে। যার ধারাবাহিকতায় মসজিদের ইমাম সাহেবদের সম্মানী ভাতা দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। আশা করা যায়, অতি অল্প সময়ের মধ্যে দেশের প্রতিটি মসজিদের ইমামকেই রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদান করা সম্ভব হবে।
তিনি আরো বলেন আজ দেশের অনেক অঞ্চলের মানুষ ভয়াবহ বন্যা কবলিত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। বন্যা কবলিত অঞ্চলের মানুষের যাতে কোন রকম সমস্যা না হয় সেই জন্য বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। সর্বত্র ত্রাণ বিতরণসহ বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তান নামে ২টি রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানীদের কাছে জিম্মি ছিল। তারা আমাদেরকে শোষণ করতো। এ জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে তার পরিষ্কার উল্লে¬খ আছে। স্বাধীনতার পর তিনি বাংলাদেশকে বিনির্মাণের উদ্যোগ নেন। ঘাতকদের হাতে নিহত না হলে তিনি বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতেন। অনেকে বর্তমান সরকারকে ইসলাম বিরোধী সরকার বলে অপপ্রচার চালিয়ে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। সরকার সৌদি আরবের আর্থিক সহযোগিতায় প্রত্যেক জেলায়, উপজেলায় একটি করে অত্যাধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে ইসলাম নিয়ে গবেষণা করা হবে।
আলোচনা সভা শেষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যেবীর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর হিফজ ও হামদ-নাত প্রতিযোগিতার ৪টি গ্র“পে বিজয়ী ১২ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।